বেলাব উপজেলাধীন নিবন্ধিত সমবায় সমিতির সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমবায় বিভাগ কর্তৃক বিভিন্ন ট্রেডে (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ) বিষয়ক 01 দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ এবং বাংলাদেশ সমবায় একাডেমী, কোর্টবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউট নরসিংদীতে কম্পিউটার, সেলাই, মোবাইল সার্ভিসিং, ব্লক-বাটিকসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ নিতে আগ্রহী সমবায়ীদের উপজেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
প্রয়োজনে :- 029449144
ই-মেইল – uco_belabo@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস